দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা      

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪/৭/২০২৫, ১১:৩৭:৫৭ AM

দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা      

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।  


‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সংবাদ সম্মেলনটি শুরু হবে দুপুর ২টায়।

এই দিনটিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হবে ‘জুলাই উইমেন্স ডে’। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো।  

অনুষ্ঠানের বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ক্যাটাগরি:
জাতীয়

জাতীয় ক্যাটাগরি থেকে আরো

ভারতীয় ভিসা সংকটে চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ের দিকে ঝুঁকছেন বাংলাদেশিরা

ভারতীয় ভিসা সংকটে চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ের দিকে ঝুঁকছেন বাংলাদেশিরা

১৪ জুলাই, ২০২৫

ঢাকা থেকে মাত্র সোয়া দুই ঘণ্টার ফ্লাইট দূরত্বে অবস্থিত চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এখন বাংলাদেশি রোগীদের চিকিৎসার নতুন গন্তব্য হয়ে উঠছে। ভারতীয় ভিসা জটিলতা ও সীমিত সুযোগের কারণে অনেক বাংলাদেশি রোগী এখন চিকিৎসার জন্য চীনকে বেছে নিচ্ছেন।উন্নত প...