ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নিজের অনুমতি ছাড়াই হাসপাতালের নথিতে স্বামীর নামের জায়গায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারোয়ার তুষারের নাম বসানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলের সাবেক নেত্রী নীলা ইস্রাফিল। শনিবার (৯ আগস্ট) ফেসবুকে হাসপাতালের ভর্তির একটি ফরম যুক্ত করে তিনি এ অভিযোগ প্রকাশ করেন।
নীলার এ পোস্ট প্রকাশের পর সারোয়ার তুষার ফেসবুকে পাল্টা প্রতিক্রিয়া জানান। নিজের আইডি থেকে দেওয়া পোস্টে তিনি লেখেন, নীলা ইস্রাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে এনসিপি অফিসে আসেন। তখন পুলিশ ও তার পরিচিত মানবাধিকার কর্মী লেনিনকে ডাকা হয়। পুলিশের উপস্থিতিতে লেনিনসহ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি ফরমে কী লেখা হচ্ছে তা খেয়াল করা হয়নি, কিন্তু এখন সেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।
তুষারের দাবি, হাসপাতালের ভর্তি ফরমে নারীদের ক্ষেত্রে স্বামী বা পিতার নাম, অথবা যিনি হাসপাতালে নিয়ে যান তার নাম লেখা হয়। ফরমে “care of” (C/O) স্পষ্ট ছিল, যা লাল দাগ দিয়ে ঢেকে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন তিনি স্বামীর স্থানে নিজের নাম বসিয়েছেন। এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, “আমি কি পাগল? বাটপারি’র একটা সীমা থাকা দরকার।”
তিনি আরও বলেন, হাসপাতালে রোগী ভর্তি করার সময় যদি পিতা বা স্বামীর নাম জানা না যায়, যেমন সড়ক দুর্ঘটনা বা অচেনা রোগীর ক্ষেত্রে, তখন C/O লিখে ভর্তি করানোর ব্যক্তির নাম লেখা হয়। এটি একেবারেই সাধারণ প্রক্রিয়া, আর এসব ‘বাটপারি’ বন্ধ হওয়া উচিত।
এর আগে সারোয়ার তুষারের সাথে ওই নারীর একটি ফোনকল রেকর্ড ভাইরাল হলে এনসিপি তার পদ স্থগিত করে।
অন্যদিকে নীলা ইস্রাফিল পোস্টে লিখেছেন, ওই দিন তিনি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ছিলেন এবং নিজের নাম, পরিচয় বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার ছিল না। সেই সুযোগে সারোয়ার তুষার তার স্বামীর নামের স্থানে নিজের নাম বসিয়েছেন, যা কোনো ভুল নয় বরং আইনগতভাবে জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় মিথ্যা তথ্য দিয়ে প্রমাণযোগ্য নথি তৈরি ও ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ।
নীলার ভাষায়, অনুমতি ছাড়া তার পারিবারিক পরিচয় বিকৃত করা শুধু সামাজিক সম্মান ক্ষুণ্ণ করা নয়, বরং মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রের (ইউডিএইচআর) ধারা ৩, ৫, ১২ ও ২২ অনুযায়ী তার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। নীলা আশঙ্কা প্রকাশ করেন, হাসপাতালের নথিতে এ ভুয়া তথ্য ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এবং তার সামাজিক ও আইনগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...