বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসবমুখর নির্বাচন আদায়ে গোটা জাতি আজ বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। চাপিয়ে দেয়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পটিয়ার হল টুডে মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক।
প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান আরও বলেন, “চট্টগ্রাম দক্ষিণ জেলার আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে মাঠ পর্যায়ে সর্বস্তরের দায়িত্বশীলদের ঝাঁপিয়ে পড়তে হবে। যোগ্য প্রার্থীদের নেতৃত্বে সরকার গঠন হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অতীতের দুর্নীতি, জুলুম, ভোটারবিহীন নির্বাচন থেকে জাতি মুক্তি চায়।”
বিশেষ অতিথি অধ্যাপক জাফর সাদেক বলেন, “নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে হবে এবং সংঘাত এড়িয়ে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “দাঁড়িপাল্লার ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত গণসংযোগ জোরদার করতে হবে। উৎসবমুখর নির্বাচন হলে প্রতিটি আসনে দাঁড়িপাল্লার বিজয় আসবে।”
সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমদুল হাসানসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে অংশ নেন বারশত ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, ম...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মি...