রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সংগঠনের ঢাকা মহানগর শাখার নেতা ছিলেন। পরে তাদের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে গুলশানের ওই বাসা থেকে আটক করা হয় তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
আটককৃতদের মধ্যে তিনজন হলেন— ইব্রাহিম হোসেন মুন্না – আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখা, মো. সাকাদাউন সিয়াম – সদস্য, সাদাব – সদস্য, অন্য দুইজন হলেন—আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ – কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য ও ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক আমিনুল ইসলাম ।
পুলিশ জানায়, অভিযুক্তরা ‘সমন্বয়ক’ পরিচয়ে গত কয়েকদিন ধরে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগেও তারা ১০ লাখ টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। শনিবার তারা আবার স্বর্ণালংকার নিতে গেলে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে তাদের আটক করা হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগঠন থেকে তিনজনকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। শনিবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম বহিষ্কার আদেশ অনুমোদন করেছেন। এছাড়া সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে ওই তিনজনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...