জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ ঘোষণা দেন।
তিনি বলেন, “সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। এর কারণ, গত ৫৪ বছরের নির্বাচনী পদ্ধতিতে কখনো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়নি।”
পিআর পদ্ধতি একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যেখানে প্রতিটি দলের সারাদেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বণ্টন হয়।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করে তাহের বলেন, “জামায়াতে ইসলামী সব সময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারির যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তাতে মৌলিক কোনো আপত্তি নেই। আমরা আগে থেকেই বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে।”
গত তিনটি নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, “অতীতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা কাটেনি। তাই আমরা সরকারকে বেশ কিছু উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছি।”
নির্বাচনের আগে সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও জানান তিনি। তাহের বলেন, “আমরা সিইসিকে বলেছি নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে সমান সুযোগের ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড)। তিনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন, তাঁর পক্ষ থেকে যথাসাধ্য সিরিয়াস থাকবেন। আমরা প্রধান নির্বাচন কমিশনারের ওপর আস্থা রাখতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ আর কোনো অনিয়মের নির্বাচন দেখতে চায় না। যদি তা হয়, মানুষ আবারও রাস্তায় নামবে। দখলদারিত্বের নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...