বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা আজ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে।
২৬ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় চট্টগ্রাম শহরের লালদীঘি মাঠ সংলগ্ন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
২৫ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্মারকলিপি প্রদানের পর প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনের কক্ষে ডেকে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে উপস্থিত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তাকে গালাগাল ও হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে চুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন
চুয়েট শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিক্ষেত্রে প্রকৌশলীদের প্রতি বৈষম্যের অবসান এবং প্রকৌশলী অধিকার নিশ্চিত করার আন্দোলন চালিয়ে আসছেন। তাদের উত্থাপিত তিন দফা দাবি হলো—
১. নবম গ্রেডে ন্যূনতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ।
২. দশম গ্রেডকে কোটামুক্ত রেখে বিএসসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ছাড়া কেউ যেন প্রকৌশলী পদবী ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিন বিভাগীয় কমিশনারের নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
২৭ আগস্ট, ২০২৫
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অনধিকার প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। পরে তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়।বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরা করার সময় মো. মাহফুজ শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিদেশগামী জাহাজে অবৈ...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অনধিকার প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। পরে তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়।বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘ...