অভাবের সংসারে পড়ালেখার খরচ যোগাতে শিক্ষার্থীদের অন্যতম উপার্জনের উপায় টিউশন। আর এই টিউশনকে ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু প্রতারণার ফাঁদ।
নগরীর ২ নাম্বার গেইট এলাকায় অবস্থিত চিটাগাং টিচার্স ক্লাবকে ঘিরে ফাঁস হয়েছে প্রতারণার ভয়াবহ চিত্র।
টিউশন দেওয়ার আড়ালে শিক্ষকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়া, প্রতারণা ও হয়রানির মতো অভিযোগ উঠেছে চিটাগাং টিচার্স ক্লাবের পরিচালক সনজিদের বিরুদ্ধে। তদন্তে বেরিয়ে এসেছে প্রমাণসাপেক্ষ নথি, কল রেকর্ড এবং ভুক্তভোগীদের ভয়াবহ অভিজ্ঞতার গল্প।
প্রতারণার কৌশল
ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যোজ্জ্বল ছাত্র-শিক্ষকের ছবি, সাথে চটকদার প্রতিশ্রুতি দিয়ে খোঁজা হয় শিক্ষক। টিউশন নিশ্চিত, তবে নিয়ম অনুযায়ী ৬০% অগ্রিম বিকাশ করতে হবে। ফেসবুক পোস্ট দেখে সাধারণ শিক্ষার্থীরা ভাবেন এমন সুযোগইতো খুঁজছিলাম এতোদিন।
আর এই জালে পাঁ দিয়ে হাজার হাজার টাকা খোয়ান টিউশন প্রত্যাশী শত শত শিক্ষক-শিক্ষার্থী।
টাকা পাঠানোর পর পরই বদলে যায় সবকিছু। ফোন বন্ধ, কখনো আবার ফোন চালু হলেও অচেনা ধমক। টিউশন কোথায়, ছাত্র কোথায়- কিছুই নেই। চোখের নিমিষেই ভেঙ্গে যায় টিউশনের টাকায় অভাবের সংসারে কিছুটা হলেও সাহায্য করার স্বপ্ন।
সিটিজি পোস্টের হাতে আসা একটি কল রেকর্ডে শোনা যায় চিটাগাং টিচার্স ক্লাবের ফাঁদে পড়া ভুক্তভোগী এক শিক্ষিকার করুণ গল্প।
নাম প্রকাশ না করার শর্তে বিকাশ লেনদেনের একটি স্ক্রিনশট দেখিয়ে ভুক্তভোগী শিক্ষিকা জানান, অগ্রিম টাকা পাঠানোর পর থেকেই নম্বর বন্ধ পাওয়া যায়। একই অভিজ্ঞতা হয়েছে আরও অন্তত পাঁচজন পরিচিতের সাথে। এটিকে স্পষ্ট প্রতারণা বলে দাবি করেন ভুক্তভোগী এই শিক্ষিকা।
জানা যায়, প্রতিদিনই কেউ না কেউ প্রতারিত হয়ে ফিরছেন ২ নাম্বার গেইট এলাকায় অবস্থিত চিটাগাং টিচার্স ক্লাব থেকে।
চিটাগাং টিচার্স ক্লাবের পাশের এক দোকানদার বলেন, অনেকে টাকা ফেরত চাইতে এলে টিচার্স ক্লাবের কর্মচারীরা উল্টো ধমক দেয়। কেউ পুলিশ ডাকার কথা বললে মিটমাট করে দেয়ার আশ্বাস দিয়ে বিদায় করে।
সিটিজি পোস্টের অনুসন্ধানে জানা যায়, নেই কোনো বৈধ ট্রেড লাইসেন্স। শিক্ষা প্রতিষ্ঠান দাবি করলেও মেলেনি শিক্ষা বোর্ড কিংবা সরকারি কোনো দপ্তরের নিবন্ধন।
হতাশ কন্ঠে সারাবান তাহুরা নামের ভুক্তোভোগী বলেন, ভেবেছিলাম টিউশনের টাকায় নিজের পড়ালেখার খরচ নিজেই চালাতে পারবে, কিন্তু এখন বুঝতে পারছি আমি প্রতারকদের ফাঁদে পড়েছি।
তিনি আরো বলেন, অসংখ্য শিক্ষক-শিক্ষিকা প্রতিদিন আমার মতো এমন প্রতারণার শিকার হচ্ছেন।
অভিযোগের বিষয়ে জানতে সনজিদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
ভুক্তভোগীদের দাবি, চিটাগাং টিচার্স ক্লাব সহ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভুয়া টিউশন মিডিয়াগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত।
সংশ্লিষ্টরা বলছেন, অনুমোদনহীন এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষকদের মধ্যে আস্থা ভেঙে পড়বে।
১৫ সেপ্টেম্বর, ২০২৫
দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন লাখ লিটার জেট ফুয়েল পাঠানো হয়েছে।এতোদিন পতেঙ্গার পদ্মা অয়েল ডিপো থেকে প্রতিদিন ১০-১২টি ফুয়েল বাউজারের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হতো। যা ছিল সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও...
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৪ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন লাখ লিটার জেট ফুয়েল পাঠানো হয়েছে।এতোদিন পতেঙ্গার পদ্মা অয়েল ডিপো...