বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের মধ্যে কোনো বিভ্রান্তি নেই, কিন্তু আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনকালে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। ফখরুল বলেন,আমাদের মধ্যে ঐক্য আছে সেই ঐক্য নিয়েই আমরা জয় অর্জন করব ইনশাআল্লাহ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরার ১২ সেক্টরে এবং মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মানিকনগরে খাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফখরুল নেতাদের প্রতি বলেন, খাল পরিষ্কার কার্যক্রম শুধু দেখানোর জন্য নয়, বাস্তবিকভাবে সম্পন্ন করতে হবে। তিনি কর্মীদের স্যুট-কোট নয়, সাধারণ পোশাকে অংশ নিতে এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে উৎসাহিত করেন।
ফখরুল আরও বলেন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে নেতৃত্ব নিতে হবে এবং কোনো গোলযোগ বা বদনাম বিএনপির বিরুদ্ধে না ছড়াতে হবে। তিনি পুলিশ কর্মীদেরও সতর্ক করেছেন, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নত রাখলে তারা সমর্থন পাবেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান উপস্থিত ছিলেন। পুরান ঢাকায় মহানগর দক্ষিণ শাখার খাল,নর্দমা পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...