জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কয়েকজন কেন্দ্রীয় নেতা কক্সবাজার সফরে গিয়ে জনমনে সন্দেহ ও সংশয় তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “তারা যেতেই পারেন, অসুবিধা নেই। কিন্তু মানুষের প্রশ্ন—এই সফর কেন লুকোচুরি করে?”
বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “আপনারা যদি কোনো কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন বা কোনো প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু লুকিয়ে করলে মানুষের মনে নানা প্রশ্ন জাগে। ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হয়।”
এনসিপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই গণঅভ্যুত্থানে আপনারা নেতৃত্ব দিয়েছেন, জনগণ গণতন্ত্র ফেরানোর আন্দোলনে আপনাদের অংশগ্রহণ দেখেছে। জনগণ চায়, এই আন্দোলনের সব ক্ষেত্রেই স্বচ্ছতা থাকুক। আপনারা চাইলে যেকোনো জায়গায় যেতে পারেন, সাক্ষাৎ করতে পারেন। কিন্তু প্রকাশ্যে জানিয়ে দিন। তাহলে তো আর কোনো সন্দেহ থাকে না।”
এ সময় তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে। নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা চিঠি দেয়ায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে, আর বিএনপি সে লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব প্রমুখ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...