চীন সফরে যাচ্ছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (নসিপির) আট সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ২৬ আগস্ট শুরু হয়ে এই সফর চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সফরকালে প্রতিনিধি দলটি চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম এবং একটি শিল্প কারখানা পরিদর্শন করবে। এছাড়া তারা চীনের আধুনিক শহর চংকিং সফর করবে এবং চায়না কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি জানান, এই সফর চীনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে।
এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ জানিয়েছেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এর আগে ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। সেখান থেকে ফিরে তিনি চীন সফরে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। চীন সফরে অংশ নেওয়া এনসিপির আট সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন—আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।
চীন সফর উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এতে চীন ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১১ থেকে ১৫ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। এরও আগে, জুন মাসে চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফরে গিয়েছিল।
সিটিজিপোস্ট/এমএইচডি
২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, "দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।"শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উখিয়া উপজেলা বিএনপির...
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২০ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, "দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভ...