বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নির্বাচন কমিশনের কাছে ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটি দেখিয়েছে, এ বছর তাদের আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। অর্থাৎ, বর্তমানে দলটির হাতে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা উদ্বৃত্ত রয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হামিদের কাছে দলটির হিসাব হস্তান্তর করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। হিসাব জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
রিজভী বলেন, “বিএনপির আয়ের মূল উৎস হচ্ছে সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রির অর্থ, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। ব্যয় হয়েছে মানবিক সহায়তা, দুর্যোগকালীন সহযোগিতা, বিভিন্ন কর্মসূচির আয়োজন, লিফলেট ও পোস্টার ছাপা ইত্যাদি খাতে।”
তিনি আরও বলেন, “একসময় নির্বাচন কমিশন ছিল একটি প্রাতিষ্ঠানিক স্বাধীনতা-বিহীন, সরকারের ছায়ায় পরিচালিত একটি সংস্থা। তাদের ভূমিকা ছিল ফ্যাসিবাদের রক্ষাকবচ। দিনের ভোট রাতেই হয়েছিল, লুটের নির্বাচনে কমিশন বৈধতা দিয়েছিল।”
তবে বর্তমান নির্বাচন কমিশনের কাছে বিএনপির প্রত্যাশা কী? সে প্রশ্নে রিজভী বলেন, “আমরা চাই কমিশন একটি দায়িত্বশীল, নিরপেক্ষ ভূমিকা রাখবে। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে। ষড়যন্ত্র প্রতিহত করে জাতির আস্থা অর্জন করুক নির্বাচন কমিশন—এটাই বিএনপির প্রত্যাশা।”
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...