জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবনই হতাশ থাকেন—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার, ৬ আগস্ট, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জুলাই ঘোষণাপত্র এবং আসন্ন নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
গতকাল ঘোষিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলে —“জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি”—এবং প্রকাশ করেন হতাশা।
এই প্রতিক্রিয়ার জবাবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন— "তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো এখনো দেয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন—হতাশ। আমরা আশা করব, তারা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবেন।"
তিনি আরও বলেন— "আমাদের উদ্দেশ্য একটাই—নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। আমরা নির্বাচন ছাড়া অন্য কোনও পন্থায় বিশ্বাস করি না। গোটা জাতি আজ মনে করে, একটি অবাধ, সুষ্ঠু, এবং নিরপেক্ষ নির্বাচনই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।"
সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব নিয়েও বক্তব্য দেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন— "এখন পর্যন্ত ড. ইউনূস যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রমাণ করে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কিছু করবেন না। বরং তিনি চেষ্টা করবেন একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির জন্য।"
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...