চট্টগ্রামের হাটহাজারীতে মন্দিরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সরেজমিনে তদন্তে দেখা যায়, ভিডিওর সঙ্গে উক্ত স্থানের কোনো মিল পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে, দাবিকৃত মন্দিরের মেঝেতে কোনো টাইলস নেই, অথচ ভিডিওতে টাইলস দেখা গেছে। ভিডিওতে দুর্গাপ্রতিমা থাকলেও উক্ত মন্দিরে এখনো দুর্গাপূজার প্রতিমা স্থাপন করা হয়নি। সেখানে শুধু একটি স্থায়ী কালী প্রতিমা রয়েছে, যা ভিডিওর অস্থায়ী প্রতিমার সঙ্গে মেলে না। হাটহাজারী থানার অধীন এলাকায় ভিডিওতে প্রদর্শিত মন্দিরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনো মন্দিরই পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ভিডিও সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সাইবার মাঠ পর্যায়ে সতর্ক রয়েছে এবং উসকানিমূলক প্রচারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সকলকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, ‘‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার পবিত্র দায়িত্ব।’’
সিটিজিপোস্ট/ এসএইচএস
২ অক্টোবর, ২০২৫
রাউজানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়েছে।গত নবমীর দিন সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফাত উল্লাহ বাবুলের সার্বিক তত্ত্বাবধানে মালাকার পাড়া পূজা মণ্ডপ, ডুল্লা পাড়া মাতৃ মন্দির পূজা মণ্ডপ ও বাগোয়ান গশ্চি ব্রাহ্মদাশ পা...
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
রাউজানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়েছে।গত নবমীর দিন সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফাত উল্লাহ বাবুলের সার্বিক তত...