বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনার মাধ্যমে এই সময় নির্ধারণ করেছেন। ফলে এখন গোটা জাতি অধীর আগ্রহে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
রোববার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত 'ছাত্র সমাবেশে' বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের সামনে এখন সবচেয়ে বড় লড়াই হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ সেই নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তার পাশাপাশি অপেক্ষা করছে তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন।”
ছাত্রদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “শুধু ৩৬ দিন নয়, গত ১৫ বছর ধরে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। তাদের এই আত্মত্যাগের একমাত্র লক্ষ্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।”
ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...