মায়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সার, সিমেন্ট ও ভোজ্যতেল জব্দ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।
এর প্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে কোস্ট গার্ডের সদস্যরা মায়ানমার সংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালান। অভিযানে জব্দ হয় ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেল এবং পাচার কাজে ব্যবহৃত বোট।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, বোট এবং আটক পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
২২ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারের ভালুকিয়া পালং গ্রামে প্রশাসনের যৌথ অভিযানে ৩৯০ বস্তা নন-ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় ডিলার মোহাম্মদ আলীর পুত্র জাহেদুল আলম এর বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫(বি) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন সময় ডিলারের কাছে অনিয়ম ও সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে প্...
২২ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
২১ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারের ভালুকিয়া পালং গ্রামে প্রশাসনের যৌথ অভিযানে ৩৯০ বস্তা নন-ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় ডিলার মোহাম্মদ আলীর পুত্র জাহেদুল আলম এর বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫(বি) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিয...