নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযানে ৩ পাচারকারী আটক
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২১ সেপ্টেম্বর, ২০২৫

মায়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সার, সিমেন্ট ও ভোজ্যতেল জব্দ করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।
এর প্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে কোস্ট গার্ডের সদস্যরা মায়ানমার সংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালান। অভিযানে জব্দ হয় ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেল এবং পাচার কাজে ব্যবহৃত বোট।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, বোট এবং আটক পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

.jpg&w=3840&q=75)


