চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভেঙে ২টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান ফটিকছড়ি উপজেল ভেঙে নতুন আরও একটি উপজেলা গঠনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উপজেলা-বাসী । জানা যায় , নতুন উপজেলা গঠনের খবর পেয়ে আনন্দের ঢেউ বইছে উপজেলাটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিবাচক মন্তব্যের ঝড় দেখা গেছে।
সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফটিকছড়ি উপজেলার বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নসহ মোট ৬টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবনা পাঠিয়েছিল উপজেলা প্রশাসন।
ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের বাসিন্দা আজমল হক বলেন, জরুরি প্রয়োজনে দীর্ঘ আনুমানিক ৪০ মাইল অতিক্রম করে উপজেলা পরিষদে যেতে হয়। তাই সেবা ও উন্নয়নের জন্য নতুন উপজেলা খুবই প্রয়োজন।
উত্তর ফটিকছড়ির বাসিন্দা ও সাংবাদিক কাউসার সিকদার বলেন, এটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এবং প্রাণের দাবি। নতুন উপজেলা গঠনের এই সিদ্ধান্ত আমাদের স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ ধাপ। কাঙ্ক্ষিত সেবা ও উন্নয়নের জন্য আলাদা উপজেলা অপরিহার্য।
উপজেলা দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা ও ফটিকছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, এটি বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ। এতে ফটিকছড়িতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। তবে উপজেলা পরিষদ যেন উত্তর প্রান্তে হয় এটাই আমাদের দাবি।
প্রতিবেদনের সূত্র অনুযায়ী, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ফটিকছড়ি বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ উপজেলা। এর আয়তন ৭৭৩.৫৫ বর্গ কিলোমিটার । বর্তমানে এ উপজেলায় ২টি থানা , ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন রয়েছে।
সিটিজিপোস্ট/জাউ
২ অক্টোবর, ২০২৫
রাউজানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়েছে।গত নবমীর দিন সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফাত উল্লাহ বাবুলের সার্বিক তত্ত্বাবধানে মালাকার পাড়া পূজা মণ্ডপ, ডুল্লা পাড়া মাতৃ মন্দির পূজা মণ্ডপ ও বাগোয়ান গশ্চি ব্রাহ্মদাশ পা...
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
রাউজানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের পক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়েছে।গত নবমীর দিন সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফাত উল্লাহ বাবুলের সার্বিক তত...