চট্টগ্রামের লোহাগাড়ায় সাপের কামড়ে মো. তাওসিফ (১৬) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তাওসিফ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সড়াইয়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহীমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানে থাকা অবস্থায় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাওসিফকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুটিবিলা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল বলেন, “সন্ধ্যার দিকে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিল তাওসিফ। হঠাৎই তাকে সাপ কামড় দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।”
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সাজ্জাদ আমিন বলেন, “তাকে হাসপাতালে আনার পর আমরা দ্রুত চিকিৎসা দিই, কিন্তু সাপে কাটার পর বিষক্রিয়ার কারণে তার অবস্থা দ্রুত খারাপ হয়ে যায় এবং রাত ৮টার দিকে সে মারা যায়।”
২ আগস্ট, ২০২৫
শনিবার (২ আগষ্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।নিহত শিক্ষার্থীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। তিনি স্থানীয় একটি মা...
১ আগস্ট, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
২ আগস্ট, ২০২৫
শনিবার (২ আগষ্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।নিহত শিক্ষার্থীর নাম নাঈমা আকতার (১৩)। সে আন...