কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার বেদার মিয়া, একই ইউনিয়নের পরানিয়া পাড়ার মোস্তাক মিয়া এবং ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বেপারী পাড়ার মো. বেলাল উদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাওহীদুল আনোয়ার জানান, "২০২২ সালের ১৯ আগস্ট রাতে ভুক্তভোগী শিক্ষিকা ইজিবাইকে বাড়ি ফেরার পথে বাংলাবাজার ব্রিজ এলাকায় তিন যুবক ইজিবাইকের গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক নির্মাণাধীন একটি ভবনে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় ২৩ আগস্ট ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি কক্সবাজার জেলায় তোলপাড় সৃষ্টি করে এবং ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে।
মামলার দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিরা কান্নায় ভেঙে পড়েন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ বলছে, এতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তবে ন্যায় বিচার বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা আপিল করবেন।
সিটিজিপোস্ট/ এসএইচএস