রাজনৈতিক তদবিরে সহযোগিতা না করায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হককে প্রকাশ্যে ‘ন্যাংটা করে পাঠানোর’ হুমকি দিয়েছেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোছাইন। রাজনৈতিক তদবিরে সহযোগিতা না করায় দীর্ঘদিনের ক্ষোভ থেকেই তিনি এ বক্তব্য দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার(১৩ আগস্ট) বাবুর দিঘীর পাড়ে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে আকতার হোছাইন বলেন, “ওসি সাহেব, দোকান বন্ধ করেন আপনার। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেয়া হবে। আগামীকাল থেকে যদি একটা কথা আপনার বিরুদ্ধে পাই, ন্যাংটা করে মহেশখালী থেকে বের করে দিবো—আমি ওয়াদা করছি।”
এ বিষয়ে বিএনপি নেতা আকতার হোছাইনের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ ছিল।
প্রতিক্রিয়ায় ওসি মঞ্জুরুল হক জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন।
স্থানীয় সূত্র জানায়, মহেশখালীতে বিএনপির অন্তত তিনটি গ্রুপ সক্রিয়। আকতার হোছাইন একটি গ্রুপের সাথে যুক্ত। রাজনৈতিক তদবিরে ব্যর্থ হয়ে তার ক্ষোভ বাড়তে থাকে, যার ধারাবাহিকতায় তিনি সভামঞ্চে প্রকাশ্যে এমন হুমকি দেন।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৩ আগস্ট, ২০২৫
কক্সবাজার রিজিয়নের সীমান্ত এলাকায় জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এ মাদক ধ্বংসের আয়োজন করা হয়।বিজিবির হিসাব অনুযায়ী, ধ্বংস হওয়া মাদকের বাজারমূল্য ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা। এর মধ্যে রয়েছে ২ কোট...
১৩ আগস্ট, ২০২৫
১৩ আগস্ট, ২০২৫
১৩ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১৩ আগস্ট, ২০২৫
কক্সবাজার রিজিয়নের সীমান্ত এলাকায় জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এ মাদক ধ্বংসের আয়োজন করা হয়।বিজিবির হিসাব অ...