কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের অপহরণের ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মো. আলী আহমদের ছেলে মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।
সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম জানান, সকালে পাঁচ জেলে ট্রলারে করে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়। কাছাকাছি থাকা অন্য জেলেরা ঘটনাটি প্রত্যক্ষ করে ফিরে এসে স্বজনদের জানান।
জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যান। সাগর থেকে ফেরার পথে তাদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে স্বজনরা বিজিবিকে বিষয়টি জানিয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে অপহরণের খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৩ আগস্ট, ২০২৫
রাজনৈতিক তদবিরে সহযোগিতা না করায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হককে প্রকাশ্যে ‘ন্যাংটা করে পাঠানোর’ হুমকি দিয়েছেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোছাইন। রাজনৈতিক তদবিরে সহযোগিতা না করায় দীর্ঘদিনের ক্ষোভ থেকেই তিনি এ বক্তব্য দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বুধবার(১৩ আগস্ট) বাবুর দিঘীর পাড়ে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে আক...
১৩ আগস্ট, ২০২৫
১৩ আগস্ট, ২০২৫
১৩ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১৩ আগস্ট, ২০২৫
রাজনৈতিক তদবিরে সহযোগিতা না করায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হককে প্রকাশ্যে ‘ন্যাংটা করে পাঠানোর’ হুমকি দিয়েছেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোছাইন। রাজনৈতিক তদবিরে সহযোগিতা না করায় দীর্ঘদিনের ক্ষোভ থেকেই তিনি এ বক্তব্য দেন বলে...