কক্সবাজারের রামুতে একটি রাবার বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) সকালে জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুলালপাড়া এলাকায় ফায়ার সার্ভিস সংলগ্ন রাবার বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ।
তিনি জানান, সকালে স্থানীয়রা গলায় দড়ি পেঁচানো অবস্থায় গাছের সঙ্গে বাঁধা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
পরিদর্শক ফরিদ আরও বলেন, নিহত যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট ও অ্যাশ রঙের পোলো গেঞ্জি। তার প্যান্টের পকেট থেকে একটি বন্ধ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি জানান, মঙ্গলবার দিনের বেলায় এমন কিছু স্থানীয়রা দেখেননি। পাশাপাশি মরদেহ থেকে দুর্গন্ধ ছড়ানো শুরু হয়নি বিধায় ধারণা করা হচ্ছে—গত রাতেই হত্যাকাণ্ডটি ঘটেছে।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।