চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে টানা দুই দিন ব্যাপি সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাটহাজারী থানায় একটি মামলা ও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় এক হাজার জনকে আসামি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে সব পদক্ষেপ নিচ্ছি। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারা যেন দ্রুত ক্লাস-পরীক্ষায় ফেরে।”
হাটহাজারী থানার ওসি আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, “চবিতে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
৩১ আগস্ট রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন একটি ভবনে এক ছাত্রীর সঙ্গে নিরাপত্তারক্ষীর বাগবিতণ্ডা থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। এতে শতাধিক শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য ও উপ-উপাচার্যসহ অনেকেই আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয় ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়, যা এখনও বহাল রয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১১৪ জন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক), আরও ৩০ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে এবং প্রায় ৩০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। সোমবার পর্যন্ত চমেক হাসপাতালে ৮ জন ও পার্কভিউ হাসপাতালে ৫ জন ভর্তি ছিলেন। আহত নাঈমুল ইসলাম অবস্থা আশঙ্কাজনক। শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, সন্ত্রাসীদের বিচার ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা মশাল...
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৩ সেপ্টেম্বর, ২০২৫
৩ সেপ্টেম্বর, ২০২৫
৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, সন্ত্রাসীদের বিচার ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার...