৬৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি জহির উদ্দিন আহমেদ রতনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জহির উদ্দিন আহমেদ রতন একসময় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক।
তিনি বলেন, গ্রেফতার জহির আহমেদ রতনের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপির মামলার রয়েছে। তাকে শুক্রবার আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।
জানা গেছে, জহিরের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী, পাঁচলাইশ, পাহাড়তলী ও খুলশী থানায় ২৬টি সিআর সাজা ও ৩৫টি সিআর গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।
জহির আহমদ রতন নুরজাহান গ্রুপের মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেড, তাসমিন প্রোপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, মেসার্স খালেক অ্যান্ড সন্স, মারবীন ভেজিটেবল অয়েলস লিমিটেড, জাসমির সুপার অয়েল লিমিটেড এবং তাসমিন প্রোপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।