৬ জুন ঈদুল আজহার সম্ভাবনা: আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৬/৫/২০২৫, ১:২১:৩২ AM

৬ জুন ঈদুল আজহার সম্ভাবনা: আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস

বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা শুক্রবার, ৬ জুন ২০২৫ তারিখে উদযাপিত হতে পারে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৭ মে) জিলহজ মাসের চাঁদ দৃশ্যমান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।


বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা শুক্রবার, ৬ জুন ২০২৫ তারিখে উদযাপিত হতে পারে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৭ মে) জিলহজ মাসের চাঁদ দৃশ্যমান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

রোববার (২৫ মে) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, এশিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চল, আফ্রিকার বেশিরভাগ অংশ এবং ইউরোপের কিছু জায়গা থেকে টেলিস্কোপের সাহায্যে ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। এছাড়া আমেরিকার কিছু অংশে চাঁদ চোখেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই হিসেবে, ২৮ মে হবে ১৪৪৬ হিজরির জিলহজ মাসের প্রথম দিন। ফলে দশম দিনে, অর্থাৎ ৬ জুন শুক্রবার, উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

এদিকে, সৌদি আরবের সুপ্রিম কোর্টও মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার জন্য দেশটির সব মুসলমান নাগরিককে আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, যারা চোখে বা দূরবীক্ষণ যন্ত্রে চাঁদের দেখা পাবেন, তারা যেন তা নিকটস্থ আদালতে সাক্ষ্য দিয়ে নিশ্চিত করেন।

সৌদি আরবের চাঁদ দেখার ওপর নির্ভর করে হজের আনুষ্ঠানিকতার সময়সূচিও নির্ধারিত হয়। সে অনুযায়ী বিশ্বজুড়ে মুসলিমরা ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে থাকেন।

উল্লেখ্য, ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা কোরবানির মাধ্যমে পালন করা হয়। এই দিনটি হজের অন্যতম রুকন আরাফাত দিবসের পরদিন উদযাপিত হয়।

ক্যাটাগরি:
ইসলামকভার নিউজজাতীয়

ইসলাম ক্যাটাগরি থেকে আরো

৬ জুন ঈদুল আজহার সম্ভাবনা: আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস