অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডের গায়ক-র্যাপার হানি সিংয়ের সংসার ভাঙনের খবর। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মামলার লড়াইয়ের পর অবশেষে মঙ্গলবার (৭ নভেম্বর) দিল্লির পারিবারিক আদালতে এই তারকার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে দিয়ে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলো হানি সিং ও শালিনী তলওয়ার দম্পতি।
২০১১ সালের জানুয়ারিতে বিয়ে করেছিলেন হানি-শালিনী। তার ১১ বছর পর পারিবারিক আদালতে পারস্পরিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়। আদালত তাদের ৬ মাসের মেয়াদ মঞ্জুর করে আবেদনটি গ্রহণ করেন। আইন অনুসারে, বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করার পর থেকে ছয় থেকে ১৮ মাস সময় পিছিয়ে দেওয়া হয়; যার উদ্দেশ্য হলো বিবাহবিচ্ছেদ পদক্ষেপের বিষয়ে আরও একটু চিন্তা করার জন্য সময় এবং সুযোগ দেওয়া।
সম্প্রতি সেই সময় দেওয়ার মেয়াদও শেষ হয়েছে। ফলে হানির পক্ষে অ্যাডভোকেট ঈশান মুখোপাধ্যায় একটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্বিতীয় প্রস্তাব মঞ্জুর করা হয়েছে এবং বিবাহবিচ্ছেদের ডিক্রি জারি করা হয়েছে।
তবে এ নিয়ে বেশি কিছু বলতে চাননি অ্যাডভোকেট ঈশান মুখোপাধ্যায়। কারণ এটি নিজেদের ব্যক্তিগত বিষয়। শালিনীর পক্ষে উপস্থিত আইনজীবী বিবেক সিংও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের অগাস্টে দিল্লির তিস হাজারি আদালতে গায়কের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মামলাও করেছিলেন শালিনী তলওয়ার। যদিও উভয় পক্ষের সমঝোতায় অভিযোগ প্রত্যাহার হয়েছিল।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...