নিজের জন্মভূমিতে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেলেন ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁর করা গোল ও সোহেল রানার চমৎকার ফিনিশিংয়ে ২-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে আসন্ন সিঙ্গাপুর ম্যাচের আগে আত্মবিশ্বাসে ভরপুর লাল-সবুজের দল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর প্রথম গোল এবং জাতীয় স্টেডিয়ামে প্রথমবার খেলার স্মরণীয় সূচনা।
প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। বিরতির আগে ১-০ ব্যবধান ধরে রেখে ড্রেসিংরুমে যায় জামালরা।
দ্বিতীয়ার্ধে ফিরে লিড দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। সোহেল রানা প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশকে। এরপর আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখে জয় নিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের ফুটবলাররা।
এই ম্যাচটি ছিল ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবে। প্রীতি ম্যাচ হলেও পারফরম্যান্সে ছিল পূর্ণ প্রতিশ্রুতি ও পরিকল্পনার ছাপ।
বাংলাদেশ দলের এই পারফরম্যান্স নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে। দলের মধ্যমাঠে হামজার সংযোজন ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচগুলোতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি স্মরণ করা থেকে বিরত রাখার ঘটনা মৌলিক অধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। ...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের ...