হাটহাজারী ও কর্ণফুলীতে আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা : স্বাস্থ্য উপদেষ্টা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪/৫/২০২৫, ৯:১৯:১৮ AM

হাটহাজারী ও কর্ণফুলীতে আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা : স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলী উপজেলায় দুটি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার, জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।


বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের উন্নয়ন’ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।

সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অতিরিক্ত রোগীর চাপ সম্পর্কে আলোচনার সময় স্বাস্থ্য উপদেষ্টা জানান, “আমি হাসপাতালটি পরিদর্শন করেছি। সেখানে ধারণক্ষমতা ২২০০ হলেও প্রায় পাঁচ হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। ব্রেইন সার্জারির রোগী ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছে, এমনকি টয়লেটের পাশেও রোগী শুয়ে রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক পরিস্থিতি।”

এই সংকট সমাধানে হাটহাজারী ও কর্ণফুলী উপজেলায় দুটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “রাঙামাটি, কাপ্তাইসহ পার্বত্য অঞ্চলের রোগীরা হাটহাজারীর প্রস্তাবিত হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। অন্যদিকে, পটিয়া, সাতকানিয়া ও চন্দনাইশ এলাকার মানুষ কর্ণফুলী হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন।”

হাসপাতাল নির্মাণের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণে স্বাস্থ্য উপদেষ্টা ইতিমধ্যে দুটি ভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করেছেন। গত ২৬ এপ্রিল তিনি হাটহাজারী উপজেলার ৭ নম্বর জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকা ঘুরে দেখেন। এর আগে, ১৬ মার্চ তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাই স্কুলের পাশের একটি স্থান পরিদর্শন করেন।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম মেডিকেলের ওপর থেকে চাপ অনেকটাই কমে যাবে এবং উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...