বিএনপির ডাকা হরতালে রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম নগরীর সড়কগুলোতে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে। অন্যান্য দিনের মতো সড়কে যানবাহনের চাপ নেই। রাস্তায় গণপরিবহন চলাচল করছে।
গণপরিবহনের পাশাপাশি চট্টগ্রাম থেকে ঢাকার পথে পণ্য পরিবহনকারী গাড়ি চলতে দেখা গেছে; কোথাও কোনো প্রতিবন্ধকতার খবর পায়নি পুলিশ।
রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল স্বাভাবিক থাকলেও শহরের অভ্যন্তরীণ গণপরিবহনের চলাচল শুরুর দিকে ছিল তুলনামূলক কম। তবে ৯টার পর থেকে বাস চলাচল বাড়তে শুরু করলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল হাতেগোনা।
দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটের বাস চলাচল করলেও কক্সবাজার ও বান্দরবানের কোনো গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, শাহ আমানত সেতু, বাকলিয়া, কাজীর দেউড়ি এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি।
একইভাবে সিটি গেইট এলাকায়ও গণপরিবহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোন বাস চলাচল করতে দেখা যায়নি। একে খান এলাকায় বাস কাউন্টারগুলোতে স্বাভাবিক সময়ে লোকজনের যে চাপ দেখা যেত এর কিছুই চোখে পড়েনি। অধিকাংশ বাস কাউন্টার বন্ধ।
একইভাবে দামপাড়া এলাকায়ও বাস কাউন্টারগুলো বন্ধ দেখা গেছে।
ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল না করলেও পণ্যবাহী যানবাহন চলাচল অনেকটা স্বভাবিক দেখা গেছে ওই মহাসড়কে।