ব্রাজিল সুপারস্টার নেইমারকে কড়া ট্যকল করে আহত করাই যেন প্রতিপক্ষ দলগুলোর টার্গেট হয়ে দাঁড়িয়েছে। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে জয় পাওয়া ম্যাচেও নেইমার ৯বার ফাউলের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত তার গোঁড়ালি মচকে যায়। মাঠ ছাড়তে হয় নেইমারকে।
ডাগ আউটে বসে তাকে কাঁদতে দেখা যায়। তখনই শঙ্কা জাগে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন তো নেইমার?
আশঙ্কার কিছুটা হলেও সত্যি হলো। দলটির চিকিৎসক রদ্রিগো লাসমারকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে আগামী সোমবারের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। শুধু তাই নয়, ব্রাজিল ডিফেন্ডার দানিলোও এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। লাসমার বলেছেন, ‘তারা সামনের ম্যাচ নিশ্চিতভাবেই মিস করবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাদেরকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসা দেওয়া হবে যাতে তারা আবারও বিশ্বকাপে খেলতে পারে। ‘
লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ১২টি ফাউল করে সার্বিয়া। এর নয়টিই করা হয় নেইমারকে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া ১৮ ম্যাচে এটাই একজন খেলোয়াড়ের বিপক্ষে সর্বোচ্চ ফাউলের ঘটনা। নেইমারের চোটের অবস্থা নিয়ে লাসমার আরও বলেছেন, ‘নেইমারের এমআরআই করানোর পর আমরা উভয়ের গোড়ালির লিগামেন্টে চোট খুঁজে পেয়েছি। ‘ এদিকে ব্রাজিলের কিছু গণমাধ্যম দাবি করছে, ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচেও খেলতে পারবেন না নেইমার!
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...