চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে কলিম উদ্দিন (৩৩) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় শাখাওয়াত (৩২) নামে আরেক যুবদল কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনাটি ঘটে বুধবার (২৯ মে) রাত ১১টায় উপজেলার বড় দারোগারহাট বাজার এলাকায়।
নিহত কলিম উদ্দিন বারৈয়ারঢালা ইউনিয়নের ফেদাইনগর এলাকার বাসিন্দা এবং বিএনপি নেতা শরিফের অনুসারী ছিলেন। আহত শাখাওয়াত যুবদলের নেতা ইসমাইলের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শরিফ ও ইসমাইল গ্রুপের মধ্যে ব্যবসায়িক বিরোধ চলে আসছিল। সহস্র ধারা ঝরনার টেন্ডারসহ বিভিন্ন ব্যবসায়িক স্বার্থকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। বুধবার রাতে এই বিরোধ বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের কর্মীরা আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক অবস্থানে রয়েছে।
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পূর্বের অভিজ্...
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...