নানা কারণে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশের গণমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাদ যাননি বাফুফের চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনিও গণমাধ্যমের খবর হয়ে সমালোচিত হয়েছেন দেশব্যাপী। এই সময়ের মধ্যে বিভিন্ন কর্মকান্ডে সালাউদ্দিনের সমালোচনায় মুখর ছিলেন অনেকেই। সেই সমস্ত সমালোচনার মধ্যে কিছুর অপ্রকৃত তথ্য ও মনগড়া বক্তব্য প্রদানের দাবি করে মোট ১৭ জনকে আইনজীবি আজমালুল হোসেন কেসির মাধ্যমে মঙ্গলবার আইনি নোটিশ পাঠিয়েছেন বাফুফের সভাপতি সালাউদ্দিন। এই তালিকায় আছেন স্বরাষ্ট্র সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ১১ সাংবাদিক এবং দুইজন ফুটবল সংগঠক।
নানা ইস্যু নিয়ে ব্যারিস্টার সুমন প্রায় সময়ই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সমালোচনা করেন। আইনজীবী আজমালুল হোসেন কেসির করা লিগ্যাল নোটিশে অন্যতম ব্যক্তিটি হলেন এই ব্যারিস্টার সুমনই। তিনি ছাড়াও বাফুফের সদ্য পদত্যাগি নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন ও সংগঠক শাকিল মাহমুদ চৌধুরীকেও আনা হয়েছে আইনী নোটিশের আওতায়। পাশাপাশি গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদের কারণে এবং গণমাধ্যমে বক্তব্য প্রদানকারী সাংবাদিকদেরও আইনী নোটিশ পাঠানো হয়েছে।
যদিও আইনজীবির মাধ্যমে সালাউদ্দিনের এই আইনি নোটিশ পাঠানো নিয়ে প্রশ্ন উঠছে। ফিফা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের হয়ে মামলা লড়ছেন আজমালুল হোসেন কেসি। সেই আজমালুল হোসেনকে দিয়েই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সালাউদ্দিন! এর মাধ্যমে সোহাগের আইনী পদক্ষেপ ইস্যুতে সালাউদ্দিনের সম্পৃক্ত থাকার বিষয়টি আরো স্পষ্ট হয়েছে বলেই মনে করছেন ফুটবলবোদ্ধারা। সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কেসির আইনি নোটিশ গ্রহীতাদের বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তারা উত্তর প্রদান না করলে পরবর্তী পর্যায়ে আইনী পদক্ষেপের কথাও বলা হয়েছে লিগ্যাল নোটিশে।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...