পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “ইকবাল বাহার এখন ডিবির হেফাজতে রয়েছেন।”
তবে তাকে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ইকবাল বাহার একসময় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে রাজারবাগের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (T&I) বিভাগে অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়। সেখান থেকে ২০১৯ সালে তিনি অবসরে যান।
প্রবীণ এই পুলিশ কর্মকর্তার হঠাৎ গ্রেপ্তার আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনজুড়ে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...