সাফজয়ীদের সঙ্গে নাস্তার টেবিলে ড. ইউনূস, সমস্যা সমাধানে আশ্বাস

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২/১১/২০২৪, ২:২৯:১৬ AM

সাফজয়ীদের সঙ্গে নাস্তার টেবিলে ড. ইউনূস, সমস্যা সমাধানে আশ্বাস

সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি সাফজয়ীদের সঙ্গে একটেবিলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নাস্তা করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে প্রধান উপদেষ্টা সব সমস্যার কথা লিখিত আকারে দিতে বলেন এবং ব্যক্তিগত চেষ্টায় তিনি সেগুলো পূরণ করবেন বলে আশ্বাস দেন।  


শনিবার (২ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

যমুনায় নাস্তার টেবিলে আমন্ত্রণ জানানো হয় সাফজয়ীদের। সেখানে তাদের কথা মনোযোগ সহকারে শোনেন সরকারপ্রধান। এ সময় ফুটবলাররা তাদের আবাসন-অনুশীলনে সমস্যা, বেতন কাঠামো পরিবর্তনসহ নানা বিষয় তুলে ধরেন।

পরে প্রধান উপদেষ্টা সব সমস্যার কথা লিখিত আকারে দিতে বলেন। ফুটবলাররও যত দ্রুত সম্ভব তা পৌঁছে দেওয়ার কথা জানান।

সংবর্ধনা শেষে যমুনার সামনে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তিনি জানান, প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। সেগুলো আমরা লিখিত পেলে খুব দ্রুত ব্যবস্থা যাতে নিতে পারি।

আসিফ মাহমুদ বলেন, নারী ফুটবলাররা প্রত্যেকের সাইন করা জার্সি এবং ফুটবল প্রধান উপদেষ্টাকে গিফট করেছেন। প্রধান উপদেষ্টাসহ আমরা সবাই নারী ফুটবলারদের সঙ্গে ব্রেকফাস্ট করেছি।

প্রধান উপদেষ্টা কী বলেছেন, এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা বলেন, স্যার (ড. ইউনূস) খুবই উৎসাহ জুগিয়েছেন। বলেছেন, জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।

সহকারী কোচসহ বাফুফের কেউ অনুষ্ঠানে আমন্ত্রিত না হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, যে ২৫ জনের তালিকা তার কাছে এসেছিল, তা ধরেই আমন্ত্রণ জানানো হয়। সেখানে সহকারী কোচের নাম ছিল না। আর বাফুফে সভাপতি দেশে নেই বলেও জানান তিনি।

ক্যাটাগরি:
কভার নিউজখেলাজাতীয়

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...