সাতকানিয়ায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা আজহার উদ্দীন গ্রেপ্তার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪/৫/২০২৫, ৩:২১:৫৩ AM

সাতকানিয়ায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা আজহার উদ্দীন গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. আজহার উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (১২ মে) দিবাগত রাতে কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আজহার উদ্দীন ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৌলানা ছগির শাহ পাড়া এলাকার মো. আবু তাহেরের ছেলে। ২০২২ সালের ইউপি নির্বাচনে তিনি ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত হন এবং পরে ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে দায়িত্ব পান।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার মিছিলে হামলা চালিয়েছিলেন তিনি। সেই ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও স্থানীয় সূত্র জানায়, আজহার উদ্দীনের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এলডিপি নেতাকর্মীদের ওপর হামলা, ভোটকেন্দ্র দখল, এলাকা দখল ও দলীয় বিরোধীদের ওপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ মাটির ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও উঠে এসেছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরানিহাট স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতার অভিযোগ রয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।”

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রামরাজনীতি

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...