কুতুবদিয়ায় নিষেধাজ্ঞার শেষে জেলেরা নতুন উদ্দ্যোমে সাগরে মাছ ধরতে নেমেছে। এ নিয়ে জেলে পাড়ায় মৎস্যজীবিদের ব্যস্ততা বেড়ে গেছে। দীর্ঘ ৬৫ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে। জেলেদের আশা, বন্ধের পর তাদের জালে বেশি মাছ পড়বে। সেই মাছ বাজারে বিক্রি করে বিগত দিনের ধার-কর্জ পুষিয়ে উঠবেন তারা। রবিবার মধ্য রাত থেকে এ নিষেধাজ্ঞা শেষ হয়েছে। তাই তারা তাদের নৌকায় জাল নিয়ে সাগরে নেমেছে। তাদের মধ্যে বিরাজ করছে এক ধারণের খুশির আমেজ। এদিকে, নিষেধাজ্ঞাকালিন প্রকৃত জেলেরা সরকারি নিষেধাজ্ঞা মেনে চললেও অনেক অসাধু জেলে মাছ শিকারে লিপ্ত ছিল। তাদের মধ্যে অনেকেই প্রশাসনের হাতে ধরাও পড়েছে। আবার নিষেধাজ্ঞার সময়টাতে অনেক জেলে পুরানো জাল সেলাই ও নৌকা মেরামত করে সময়টা পার করেছেন। এসময়ে ১০ হাজার ৯ শ ৫৯ জন জেলেকে ৮৬ কেজি ভিজিএফ এর চাউল বিতরণ করেন উপজেলা মৎস্য অধিদপ্তর। অফিস সূত্রে জানা যায় , নিষেধাজ্ঞা কালীন সময়ে এ পর্যন্ত মোট ৬৪ টি অভিযানে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৮টি মামলায় জব্দ জাল ধ্বংস করে ৪৩২টি, নৌকা আটক ৭টি এবং ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিলামে ১ লাখ ৩৫ হাজার টাকা সরকারি কোষাঘারে জমা করা হয়েছে বলে জানান কুতুবদিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব।