জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করেছিলেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এ প্রসঙ্গ নিয়ে তিনি কয়েকবার আলোচনায় এসেছেন।
কারণ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিপাকে পড়েছেন আওয়ামীপন্থি তারকা শিল্পীরা। তাদের ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে অভিহিত করা হচ্ছে। তাদের অনেকে কাজও পাচ্ছেন না। তাছাড়া যারা শেখ মুজিবকে নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করা শিল্পীদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন সমালোচনা শিকার হচ্ছেন। তাদের মধ্যে নুসরাত ফারিয়া অন্যতম।
শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তা নিয়ে প্রথমবার কথা বলেন এ অভিনেত্রী। তাকে একটি পডকাস্টে প্রশ্ন করা হয়, ‘আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভুগছেন?
এমন প্রশ্নে ফারিয়া ইংরেজিতে জবাব দেন। যার অর্থ করলে দাঁড়ায়, “আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। স্পেশাল এই সিনেমার ‘মুজিব: একটি জাতির রূপকার’ জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল- এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি।”
তিনি আরও বলেন, ‘চুলে কোনো রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটি নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে। এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিল বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না। দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব এলে তা অপছন্দ হলেও মানা করা যায় না।
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি স্মরণ করা থেকে বিরত রাখার ঘটনা মৌলিক অধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। ...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের ...