শিশুদের মাঝে জয়নুল আবেদিনের সৃজনশীল চেতনা ছড়িয়ে দিতে হবে: মেয়র শাহাদাত

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১/৫/২০২৫, ৭:২৯:২২ AM

শিশুদের মাঝে জয়নুল আবেদিনের সৃজনশীল চেতনা ছড়িয়ে দিতে হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিশুদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সৃজনশীল চেতনা ছড়িয়ে দিতে হবে।


মঙ্গলবার (২০ মে) থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শিশু সংগঠক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৮তম ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা’-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, “জয়নুল আবেদিন কেবল একজন চিত্রশিল্পীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ। তার কল্পনাশক্তি, সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা আজকের শিশুদের জন্য আদর্শ।”

তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামীর কর্ণধার। তাদের শৈশব থেকেই সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। চিত্রাঙ্কন, সংগীত, নৃত্যসহ নানা শিল্পচর্চার মাধ্যমে তাদের চিন্তার জগৎ বিস্তৃত হয়।”

অনুষ্ঠানে মেয়র বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শিশুদের সৃজনশীলতায় উদ্বুদ্ধ করার এ ধরনের আয়োজন ভবিষ্যতেও বাড়বে বলে আশা করি। আমি সব সময় পাশে আছি, থাকবো।”

অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক কর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...