কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইরানের মুখোমুখি ইংল্যান্ড। এই ম্যাচে হ্যারি কেইনদের আর্মব্যান্ড পরে নামার ঘোষণায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইংলিশ ফুটবল দল। খেলা শুরুর কিছু সময় আগে জানা গেল, সমকামীদের প্রতি সমর্থন জানিয়ে ‘ওয়ান লাভ’ নামের সেই বিশেষ আর্মব্যান্ড পরে তারা মাঠে নামবে না।
কাতারে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। বিশ্বকাপের আগে থেকে বেশ কয়েকটি সমকামী অধিকার রক্ষা সংস্থা কাতারের এমন অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে যোগ দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ- ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ওয়েলস। এই প্রতিবাদের অংশ হিসেবে তারা একটি বিশেষ আর্মব্যান্ড তৈরি করেছে। যার নাম ‘ওয়ান লাভ’।
কিন্তু ফিফা কাতারের আইনকে সম্মান জানিয়ে ফুটবলারদের এমন অবস্থানের সমালোচনা করেছে। ফিফা নির্ধারিত আর্মব্যান্ড পরেই খেলোয়াড়দের মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। নাহলে হলুদ কার্ড, নিষেধাজ্ঞার মতো শাস্তি হবে তাদের। এমনকী কাতারের আইনে তারা গ্রেপ্তারও হতে পারেন! এত সব ঝামেলার কারণে আপাতত ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। তারা ফিফা নির্ধারিত আর্মব্যান্ড পরেই আজ ইরানের বিপক্ষে মাঠে নামবে।
প্রতিবাদকারী ইউরোপিয়ান বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, ‘ফিফা এ ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। আমাদের অধিনায়কেরা যদি বিশ্ব ফুটবল সংস্থার নির্ধারিত আর্মব্যান্ডের বাইরে অন্য কোনো আর্মব্যান্ড পরেন, তাহলে তাঁদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। ফিফার আইনেই বলা আছে, তাদের অননুমোদিত সরঞ্জাম নিয়ে যদি কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়েরা খেলতে নামেন, তাহলে তাঁদের হলুদ কার্ড দেখানো হবে। ’
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...