পটুয়াখালীর শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়ার মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড)। “লামিয়ার আত্মহত্যা নয়, রাষ্ট্রীয় হত্যা — আমরা বিচার চাই!”— শীর্ষক এই সমাবেশটি আজ (রবিবার) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্যাড নেতারা বলেন, লামিয়ার মৃত্যু আত্মহত্যা নয়, এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও বিচারহীনতার নিষ্ঠুর ফল। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ মার্চ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়া অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। অভিযোগ রয়েছে, থানায় অভিযোগ দিলেও যথাসময়ে চিকিৎসা ও আলামত সংগ্রহের ব্যবস্থা করা হয়নি। পরে পরিবারহীন হয়ে পড়া লামিয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন স্যাড-এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. জমির উদ্দিন, সদস্য সচিব আবির বিন জাবেদ, মুখপাত্র জগলুল আহমেদ, স্যাড চট্টগ্রাম দক্ষিণের মুখপাত্র শিশির আজাদ চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আব্দুর রহমান, জুলাই রেকর্ডসের প্রতিনিধি সুলাইম মাহমুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিনা রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ‘‘শহীদের কন্যাকে রক্ষায় রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমরা শুধু বিচারের জন্য নয়, ভবিষ্যতে এমন আর না ঘটে— সেই দায়িত্ববোধ নিয়ে আজ এখানে একত্র হয়েছি।’’
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...