চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে অস্ত্র ও ডাকাতির মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন বিভাগের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পটিয়া থানা এলাকায় ডাকাতি শেষে একটি ডাকাতদল চকরিয়ার উদ্দেশ্যে পিকআপযোগে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে লোহাগাড়া থানা পুলিশ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি সিঙ্গেল কেবিন পিকআপ (চট্ট মেট্রো-১১-৮৮৫৩) তল্লাশি চালায়।
তল্লাশির সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। বাকি ৭ সদস্য পালিয়ে যায়, তবে তাদের ধরতে অভিযান চলছে।
আটককৃতরা স্বীকার করেছেন, তারা পটিয়ার ফকিরপাড়ায় ডাকাতি করে পালিয়ে যাচ্ছিলেন। ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, “সকালেই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হই। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “ঈদুল আজহার আগেই ১০ জন গরু চোর ও ৯ জন ডাকাতকে গ্রেফতার করায় এ বছর লোহাগাড়ায় সম্পত্তি সংক্রান্ত কোনো বড় অপরাধ ঘটেনি।”