কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আরসা সন্ত্রাসী গ্রুপের গুলিতে মোহাম্মদ ইউসুপ (১৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উখিয়া উপজেলার বালুখালী ৮ ডাব্লিউ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। ইউছুপ একই ক্যাম্পের বাসিন্দা মো. হামিদ হোসেনের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল মঙ্গলবার রাতে ৮ ডাব্লিউ ক্যাম্পের মেইন ব্লকে এইচডি হাসপাতালের সামনে হেটে যাওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ইউসুফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পিটে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ইউসুফকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, প্রাথমিকভাবে জানা যায় ইউসুফকে অন্য একটি সশস্ত্র গ্রুপের সোর্স সন্দেহে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মি আরসার সদস্যরা গুলি করে হত্যা করেছে। বর্তমানে এপিবিএন পুলিশের টহল জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রয়েছে।
নিহত ইউসুফ ক্যাম্প ৮/ইস্টের একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।