চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিলীপ বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিলুফা বেগম (৫০) ও মোহাম্মদ নয়ন (২০) নামে আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মঘাইছড়ি এলাকায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এতে মোটরসাইকেল চালকসহ সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে দিলীপ বড়ুয়া মারা যান।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।