১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন। দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে চলছে শেষ মুহুর্তের প্রচার প্রচারণা। অলিগলি সরগরম পোস্টার, ব্যানার, মাইকে হরেকরকম প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীদের নেতাকর্মীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতা বিগত বছরগুলোতে সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরছেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুণরায় নৌকায় ভোট চাচ্ছেন।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী (ঈগল মার্কা) ডাঃ জামাল উদ্দিন চৌধুরীও যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সন্দ্বীপ গড়তে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
উল্লেখ্য, ভোট বর্জনের ডাক দিয়ে নির্বাচন থেকে বিরত থাকলেও নৌকা ও ঈগল প্রতীকের উভয় প্রার্থী বিএনপির ভোটারদের ভোট আশায় যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। প্রকাশ্যেই বলছেন উন্নয়ন ও শান্তির জন্য বিএনপির ভোটাররাও যেন নৌকায় ভোট দেয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে নৌকা প্রার্থীর নির্বাচনী পথসভায় জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, “আমরা বিশ্বাস করি বিএনপির বন্ধুরা নৌকায় ভোট দিবে।”
গতকাল ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এক সভায় একজন বক্তা বলেন, “বিএনপির ভোটারদের বলছি, “ধানের শীষ মনে করে আপনারা ঈগল মার্কায় ভোট দেন।”
ফলে উভয় পক্ষের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।
অনেকেই বলছেন, ভোটযুদ্ধে ফ্যাক্টর বিএনপির ভোটার। তাই প্রার্থীদের কাছে বিএনপির ভোটারদের কদর বাড়ছে এবং যেকোনো মূল্যে বিএনপির ভোটারদের কেন্দ্রে নিতে মরিয়া সবাই।