আজ ফুটবল প্রেমীদের জন্য বিশ্ব এল ক্লাসিকো দিবস।
রাতেই মুখোমুখি হবে সর্বকালের সেরা দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ। এল ক্লাসিকো শুধু একটি দ্বন্দ্ব নয়, এটি একটি ইতিহাস। সেই সব দিন এখন আর নেই। ক্রিস্টিয়ানো রোনালদো এখন নেই রিয়াল মাদ্রিদে, বার্সেলোনায় নেই লিওনেল মেসি। এল ক্লাসিকোর উন্মাদনা তাই কিছুটা হলেও কমে গেছে সাম্প্রতিক বছরগুলোতে। তবে দুই ক্লাবের কাছে এই ম্যাচের মাহাত্ম্য কমেনি একটুও। এখনো এটা স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ, ইউরোপিয়ান ক্লাব ফুটবল এবং বিশ্ব ফুটবলেরও অন্যতম সেরা।২৯ অক্টোবর লা লিগায় এই মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে বার্সেলোনা নামবে বিশেষ একটা জার্সি গায়ে, যে জার্সিতে থাকবে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড রোলিং স্টোনসের লোগো। কাতালান সংবাদমাধ্যম আরএসি-ওয়ান জানিয়েছে, জার্সির মূল স্পনসর বিখ্যাত অডিও স্টিমিং সাইট স্পটিফাইয়ের সঙ্গে চুক্তির অংশ হিসেবেই রোলিং স্টোনসের লোগোসহ এই বিশেষ জার্সি পরে খেলতে নামবে বার্সেলোনা