কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে আহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
গতকাল বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সেন্টমার্টিন দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ (৪০) সেন্টমার্টিন দ্বীপের গলাচিপায় বসবাস করেন।
গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মোহাম্মদ এরশাদ (৪০)। তিনি সেন্টমার্টিন গলাচিপা এলাকায় বসবাস করেন। তবে তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিনের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ শিকারে যান। এ সময় সেন্টমার্টিন দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে মিয়ানমারে নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া দেয়। এক পর্যায়ে তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।
দ্বীপের বাসিন্দা ট্রলারের নেজাম উদ্দিন জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লাগে
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ, তিনি জানান – সাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের ছোড়া গুলিতে এক জেলে আহত হন । পরে মিয়ানমার আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। তবে বিষয়টি আমরা আরও খোঁজ খবর নিচ্ছি।
এর আগে ১১ অক্টোবর মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত হন। এ ঘটনায় আরো কয়েকজন জেলে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছিল।
২৪ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশা ও নকল কাগজপত্র জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: ১। মোহাম্মদ আব্বাস (৩২)...
২৩ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে ত...