মারা গেল পতেঙ্গায় গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৫/৫/২০২৫, ৪:২৬:১৭ AM

মারা গেল পতেঙ্গায় গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের গুলিতে আহত আলোচিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) মারা গেছেন।


রবিবার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে পতেঙ্গা সৈকতের পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় ঢাকাইয়া আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হন দর্শনার্থী জান্নাতুল বাকী (৩০) ও ৮ বছর বয়সী শিশু মহিম ইসলাম রাতুল। জান্নাতুল বাকী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এ কর্মরত এবং রাতুল দক্ষিণ পতেঙ্গার ফুলছড়িপাড়ার শওকত হোসেনের ছেলে।

ঘটনাস্থলে থাকা এক ব্যবসায়ী জানান, ঢাকাইয়া আকবরসহ ৬-৭ জন দোকানে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে চারজন যুবক আসে এবং একজন আকবরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবর্ষণের পর আকবর পালানোর চেষ্টা করেন কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গের চারজন যুবক পালিয়ে যায় এবং আকবরের সঙ্গে থাকা তরুণী গুলিবর্ষণকারীদের সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান তিনি।

এ ঘটনায় এখনো থানায় কেউ মামলা করেনি বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, “এখনো কেউ মামলা করতে আসেনি। মামলা না হওয়ায় কাউকে শনাক্ত করাও সম্ভব হয়নি। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর চট্টগ্রামের অপরাধ জগতের পরিচিত একটি নাম। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যদিও তার সাম্প্রতিক অবস্থান নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...