চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার ছাত্রলীগনেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশের হাতে তুলে দিয়েছে একদল শিক্ষার্থী। তাদের অভিযোগ, কাকন দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন।
রোববার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে তাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা পুলিশে খবর দেয়। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাকনকে হেফাজতে নেয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে অবরুদ্ধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। আমরা কাকন নামে একজনকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে যে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...