মধ্যরাতে কর্ণফুলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৭/৫/২০২৫, ৬:২৩:২১ AM

মধ্যরাতে কর্ণফুলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নে মধ্যরাতে এক ঝটিকা মিছিলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


শুক্রবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ১২ থেকে ১৫ জন যুবক “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে” ইত্যাদি স্লোগান দিয়ে হঠাৎ কয়েক মিনিটের জন্য রাস্তায় মিছিল করে চলে যায়। মিছিলটি মাত্র ৩ থেকে ৪ মিনিট স্থায়ী হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা ফয়সাল, যিনি জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা এবং গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে।

ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটককৃতদের একজন ফারহান (২২), যিনি সদ্য গ্রেপ্তার হওয়া আব্দুল মালেক ওরফে ‘ঘোড়া মালেক’-এর ছেলে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের দাবি, কয়েকজন কিশোর-যুবক মজা করেই ছাত্রলীগ স্টাইলে মিছিল করে এবং সেটি ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান চালাই এবং কয়েকজনকে আটক করি। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রামরাজনীতি

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...