গভীর রাতে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের মধ্যে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাত ১টার দিকে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভারত এই সামরিক অভিযানকে ‘অপারেশন সিন্দুর’ নামে অভিহিত করেছে বলে জানা গেছে।
রাত ২টা ৪৫ মিনিটে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানান। পরবর্তীতে রাত ৩টা ৪৫ মিনিটে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি জানায়, অবন্তীপোরা এলাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও একটি রাফায়েল জেট গুলি করে নামানো হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গ টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সীমান্ত বরাবর পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একাধিক চেকপোস্ট ধ্বংস করা হয়েছে।
সকাল ৫টা ০৯ মিনিটে জিও নিউজ-এ একটি সরাসরি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী তারার পুনরায় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা পুনর্ব্যক্ত করেন।
এদিকে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানের মধ্যে রয়েছে তিনটি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ এবং একটি মনুষ্যবিহীন ড্রোন। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখযোগ্য যে, এখন পর্যন্ত ভারত সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, "শনিবার সকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত ইউক্রেনের ছোড়া ২৩০টির বেশি ড্রোন ধ...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
১৯ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের টানা ড্রোন হামলার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রধান সব বিমানবন্দর। রবিবারের (২১ জুলাই) এই হামলার পর বাতিল করা হয়েছে অন্তত ১৪০টি ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।রাশিয়ার প্রতিরক্...