রোশান বলেন, ‘বর্তমানে মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন।
২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। সেদিন তাঁর এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের কাজটি সেরে নেন তাঁরা। এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান সেদিন বলেছিলেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানত। কথায় কথায় অনেককে বলেও দিতাম। পাবলিকলি জানাইনি, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।’